পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যশোহর-খুলনার ইতিহাস । نوميا বড় । * জোয়ারের জল যেখানে অধিক সঞ্চিত হয়, শূলোগুলিও সেখানে অধিক দীর্ঘ হয়। সুন্দরবনের গাছগুলি প্রায়ই লম্বা হইয় উঠে। বক্তবৃক্ষ মাত্রই দীর্ঘ হয় ; তাহার একটি কারণ এই যে সেখানে অনেক গাছ অযত্নসম্বদ্ধিত হইয়া একত্র জন্মে, তাহার প্রত্যেকে ছড়াইয়া থাকিবার অবসর পায় না। বীজ হইতে উৎপন্ন গাছমাত্রই দীর্ঘ হয় এবং কলম প্রভৃতি কৃত্রিম উপায়ে যত্নে প্রস্তুত বৃক্ষমাত্রই অনুন্নত এবং বিস্তৃত হয় ; যে সকল বৃক্ষের কাঠ ব্যবহার করিতে হইবে, তাঙ্গ দীর্ঘ হওয়াই ভাল। শাখা প্রশাখা বাড়িতে গেলে গ্রন্থি বা গাইট বেশী হয় বলিয়া কাঠ ভাল হয় না। এজন্ত স্বভাবতঃই পাহাড়ী শাল সে গুণ এবং সুন্দরবনের সুন্দরী পশুর প্রভৃতি বৃক্ষ দীর্ঘ হইয় উঠে। এক্ষণে আমরা সুন্দরবনের বৃক্ষলতাদির মধ্যে প্রধান প্রধান গুলির নাম ও তাহাদের বিশেষত্ব এবং প্রয়োজনীয়তার বিষয় ক্রমে ক্রমে নিম্নে আলোচনা করিতেছি । সুন্দরী বা সুন্দর গাছ (Heritiera Minor, Roxburgh, Heritiera Fomes, Brandis) ইহার পাতাগুলি ছোট, লবঙ্গের পাতার মত, উপরে মসৃণ এবং নিম্নে ধূসর বর্ণ, বাতাসে নিম্নভাগ সুন্দর দেখায়। ইহাতে ছোট ছোট হরিদ্রাবর্ণ ফুল হয়। গাছগুলি সাতিশয় দীর্ঘ হয়, এবং স্থল হয় বটে কিন্তু বটগাছ প্রভৃতির মত স্থল হয় না । ইহা আম গাছের মতও বড় হয় না। ইহার দীৰ্ঘোন্নত ভাব গ্রাম্য জাম গাছের সহিত তুলনা করা যায়। অল্পবয়স্ক মুন্দরী গাছগুলিও বাঁশের মত দীর্ঘ ও সরল হইয় উঠে। উহাদিগকে “ছিট” বলে ; সুন্দরীর ছিটে নৌকার লগ প্রস্তুত হয়। গাছের গায়ের উপরিভাগের পাতলা আবরণ উঠাইলে ভিতরে গাবগাছের মত লাল রঙ, বাহির হয়। ইহার কাঠও গাঢ় লাল বর্ণ, যেমন শক্ত, তেমনি মুন্দর ; এবং মুন্দর বলিয়াই ইহাকে সুন্দর বা সুন্দরী কাঠ বলে। এই কাঠে তক্ত হয় এবং ইহার কাঠ

  • “The Sundri tree has the peculiarity of sending up from its roots small prongs or spits a foot or more in height which are sometimes as thickly placed as to leave little room for walking"—F.E. Pargiter, Calcutta Review ( 1889 - P. 3oo. একথা ঠিক নহে। সুন্দরবনের অধিকাংশ বৃহ্মেরই শূলে আছে। তবে সুন্দরীর শুলোগুলি কিছু দীর্ঘ ও শক্ত । - - *